মঙ্গলবার, ২ মে, ২০১৭

মানবতা নষ্টকারী কয়েকটি দোষ


আল্লাহ পাক  মানব জাতিকে নানান গুনের অধিকারী হিসাবে তৈরী করেছন ।সৃষ্টিগতভাবে যে স্বভাব গুলা মানুষের মাঝে বিদ্যমান সেই স্বভাবের থেকে কতেক ভাল কতেক  মন্দ অর্থাৎ ভাল মন্দ উপযোগী করে মানব সৃষ্টি করা হয়েছে যেমন ইরশাদ ফরমান فألهمها فجورها وتقواها আল্লাহ পাক মানবের অন্তরে ভাল মন্দ ঢেলে দিয়েছেন ।মানব যখন ত্রুটিযুক্ত স্বভাব থেকে উৎকর্ষ সাধন করবে ও আত্মশুদ্ধি  শক্তিতে শক্তিমান হবে ,দুনিয়া মোহ ও ফেৎনা ফাসাদ থেকে বেচে থাকবে তাকেই  কোরআনের ভাষায় মানুষ বলে।নচেৎ তাকে মানুষ জ্ঞান করা যায় না যেমন আল্লাহ পাক বলেন اولائك كالانعام بل هم اضل  যারা স্বভাব উৎকর্ষ সাধন করতে পারেনি
তারা চতুষ্পদ জানওয়ারের মত বরং এর চেয়েও নিকৃষ্ট।তাই বুঝা যাচ্ছে গুণমত ব্যক্তিই মানুষ বলার উপযুক্ত।কথায় আছে وبضدها تتبين الأشياء  বিপরিত বস্তু দ্বারা জিনিষ সমূহ বুঝতে সহজ হয়।তাই আমার অনুসন্ধানে যে আয়াত গুলির মধ্যে মানুষের দোষের আলোচনা পেয়েছি সেগুলা লিপিবদ্ধ করেছি যাতে এ দোষ ত্রুটি থেকে বেচে থাকা যায়।নিম্নে সে আয়াতগুলি লিপিবদ্ধ করা হল।
١-إنا اﻹنسان لكفور {الحج} 
٢-إنا اﻹنسان لظلوم كفار
٣-إنه كان ظلوما جهولا{اﻷحزاب}
٤-وكان الشيطان للإنسان خذولا{المؤمنون}
٥-كان اﻹنسان أكثر شيئ جدلا
٦-أولم ير اﻹنسان أنا خلقناه من نطفة فأذا هو خصيم مبين{يس}
٧-إذا مس اﻹنسان ضر دعا ربه منيبا إليه{الزمر}
٨-ﻻ يسئم اﻹنسان من دعاء الخير{الإسراء}
٩-وإذا أنعمنا على اﻹنسان أعرض نأ بجانبه{فصلت}
١٠-إن أذقنا منا رحمة فرح بها{الشورى}
١١-أم للإنسان ما تمنى{النجم}
١٢-وإن ليس للإنسان إﻻ ما سعى{النجم}
١٣-إن اﻹنسان خلق هلوعا{المعارج}
١٤-بل يريد اﻹنسان ليفجر أمامه{القيامة}
١٥-كلا إن اﻹنسان ليطغى{علق}
١٦-إن اﻹنسان لربه لكنود{والعاديات}
١٧-خلق اﻹنسان ضعيفا{النساء}
١٨-وكان اﻹنسان عجوﻻ
١٩-خلق اﻹنسان من عجل
٢٠-وكان اﻹنسان قتورا
إنه ليؤس كفور {هود}
انه لفرح فخور{هود}
لقد خلقنااﻹنسان في كبد{البلد}
لقد خلقنا اﻹنسان في أحسن تقويم{التين}

আল্লাহ পাক বলেন সৃষ্টি গত ভাবে মানুষ অস্বীকার,অত্যচার,অজ্ঞতা,প্রলোভনে প্রভাবিত হওয়া,বাক-বিতন্ডতা অর্থাৎ ঝগরাটে প্রিয়,মছিবতের সময় বিনয়ী,সর্বদা নিজ মঙ্গল কামণা ,সুবিধার সময় বিমুখতা ও আনন্দিত হওয়া,আশা ,চেষ্টার ফলাফল অবশ্যই পাওয়া,অস্তির,সীমালঙ্গনকারী,সবার সামনে পাপাচারী করার বাসনা,অকৃতজ্ঞ,দুর্বল,তাড়াহুড়া প্রিয়,কৃপন,নৈরাশ,অহংকারী,সহনশীল হিসাবে সৃষ্টি করেছেন।এছাড়া ও তাকে সুন্দর ,সুসম অবয়বে সৃষ্টি করেছেন।