সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

একথায় মহাবল

কথায় আছে ঢেলার নাম বাবাজী। আমাদের এলাকায় শুক্রবার থেকে বিদ্যুৎ নেই। রবিবারে বিদ্যুৎ কম্পানির তরফ থেকে ঘোষণা দেয়া হল সোমবারে বকেয়া বিল পরিশোধ করার জন্য,তা না হলে সংযোগ বিচ্ছিন্ন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ বার বার বৃষ্টি আসা ও বিদ্যুৎ না থাকায় নাজেহাল অবস্থায় ছিল তাই খুব ক্ষিপ্ত হয় তাদের উপর এধরণের ঘোষণা করার কারণে। পরদিন তারা যথারীতি দুজন ব্যাক্তিকে বাজারে পাঠায় বিল বিল পরিশোধের জন্য।জনগণ তাদেরকে ভাল মন্দ বলতে শুরু করল ,কেউ উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করল কিন্তু অন্য আরেক দল তাদেরকে বাধা প্রধান করল । এভাবে তারা যত সময় ছিল এমনিভাবে হতে থাকল। ভাবলাম না জানি কী প্রতিশোধ নেয়? বিদ্যুৎ কদিন যে বন্ধ রাখবে আল্লাহ মালুম। আসরের সালাতের কিছু পর বিদ্যুৎ আসলো,তখন আমি বাজারে ভাবলাম বাড়ীতে থাকলে বা সার্জার সাথে থাকলে চার্জ দিতে পারতাম।(সেটের চার্জার দিয়ে চার্জ দেওয়া সেট ও ব্যাটারীর জন্য নিরাপদ ও টেকসই) তাই মনে মনে আফসুস করতে থাকলাম।যাই হোক নিজ জরুরী কাজ সেরে মাগরিবের সালাত বাজার মসজিদে আদায় করে তাড়াহুড়া করে বাড়ীর দিকে প্রত্যাবর্তন করলাম। বাড়ীতে এসে দেখি এখন ও বিদ্যুৎ আছে,যখনিই মোবাঃ চার্জ এ দেব, চলে গেল মনে মনে إنا لله পড়লাম ।যখন তুফানের ভাব চলে গেল আবার বিদ্যুৎ আসলো। এভাবে আবহাওয়া ভাল থাকলে চলে আসতো ,আবহাওয়ার অবস্থা খারাপ থাকলে বিদ্যুৎ চলে যেত সারা রাত এমনিভাবে চলল। অথচ ইতি পূর্বে সামান্য আবহাওয়া খারাপ থাকলে চলে যেত দু একদিনের পূর্বে আর আসতো না । বাড়িতে থাকাবস্থায় এমনি ছিল ,এখন দায়িত্ব পালনে নিজ কর্ম ক্ষেত্রে চলে এসেছি। তাই বলি আমরা জন সাধারণের মাঝে সিসা ঢালা প্রাচিরের মত ঐক্য থাকলে কালো বাজারী কোন ব্যবসায়ী খারাপ পন্য বিক্রি করতে বা ওজনে কম দিতে পারবে না। এমনিভাবে ঐক্য পারিবারিক জীবনে হোক বা সামাজিক জীবনে হোক বা রাষ্ট্রীয় জীবনে হোক বা পররাষ্ট্র বিষয়ে হোক সফলতা বয়ে আনবেই।তাই ঐক্যের মাধ্যমে যে সুফলতা পাওয়া যায় অন্য কোন মাধ্যমে হয় না,তাই সময়ের দাবি সব মুসলিমদের মাঝে ঐক্য চাই।আলাদা পাট থেকে এতটুকু শক্তি পাওয়া যায় না যতটুকু তা থেকে বানানো রশি থেকে পাওয়া যায়।আল্লাহ পাক সাহাবাহ(রাঃ) প্রসংসা করতে গিয়ে ইরশাদ করেন رحماء بينهم অর্থাৎ সাহাবারা পরস্পরে দয়া ও সহনশীল।অন্যত্র আল্লাহ তায়ালা সর্বস্তরের সবাইকে সম্ভোধন করে বলেন ولا تتفرقوا অর্থাৎ নানা কথা বলে পরস্পরে আলাদা হয়ো না ,তাই বলা বলা হয়ে থাকে একথায় মহাবল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন