শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

বড়ত্ব কী?

বড় কে?
মানুষ একে অপরকে বলে থাকে আপনি বড়।দুনিয়াবী গরজ হাসিলের উদ্দেশ্যে এরকম বলে থাকে।কথার ধরণ যেমনই হোক কিন্তু এধরণের কথা ভাল মনে হয় না। কিন্তু প্রশ্ন হল বাস্তবে বড় কে?
©বড় ঐ ব্যাক্তি যে নিজেকে ছোট মনে করে।তার অর্থ এই নয় যে নিজেকে ছোট ভাবে সেই বড়।অনেক সময় কেউ নিজেকে ছোট ভাবে বাস্তবে সে সব তূলনায় ছোট। যেমন শেখ সাদী(রহঃ)বলেন উচু গর্দান ওয়ালা মাথা নত করলে সুন্দর দেখায়,ভিখারী মাথা নত করলে তার অভ্যাস বুঝায়। এথেকে বুঝা যায় উচু গর্দান ওয়ালা চিন্হৃত করতে হবে।সাধারণত বড় হওয়ার জন্য ধন সম্পদ,জাগতিক মান সম্মান আধিপত্য,জ্ঞান বুদ্ধি সমাজে বিশেষ অবস্থান জরুরি।বড়ত্ব বহিরাগত বিশেষত্বের নাম নয় যা ক্ষণস্থায়ী বিষয় দ্বারা হয়,তাতো আভ্যন্তরিত গুন যা ব্যক্তিত্বে প্রকাশ পায় বা নষ্ট হয়। আহলে ইলিমদের কাছে  বড় হওয়ার জন্য ইলিমের হিসাব প্রথমে হওয়া চাই,এ ইলিম নয় যা এক দিকে নিয়ে যায়।বরং প্রকৃত ইলিমত দীনের একটি অংশ যা মুত্তাকী খোদাভিরু আলেমর সাহসার্যে হয়,কিতাবি ইলিমকে    
দ্বিতীয় স্তরে রাখা দরকার। ইলিম মহত্বের মাইল ফলক  হিসাবে পরিগণিত।
©মহৎ হওয়ার আরেকটি পরিচয় হল  যে সঠিক কথা সঠিকভাবে সঠিক স্থানে সঠিক সময়ে উচ্চকন্ঠে বর্ণনা করে
©মহান হওয়ার আরেকটি পরিচয় যে আওয়ামের বিরোদ্ধে তার মত চলে যাবে এধরনের ভীতি থাকে না, না আওয়ামের প্রশংসা তার মধ্যে কোন প্রভাব ফেলতে পারে, না সে কারো প্রশংসায় ধোকা খায়,না সে কারো নিন্দায় ধোকা খায়।
©মহৎ হওয়ার আরেকটি পরিচয় হল  যে অন্যের আগ্রহের মূল্য দেয়।মূলনীতির জন্য বড় থেকে বড় কুরবানি করতে প্রস্তুত।সৃস্টির সেবায় অকৃত্রিম আগ্রহের অধিকারী।এমন ব্যক্তি অবশ্যই বড় বলার যোগ্যতম।
©মহৎ হওয়ার আরেকটি পরিচয় হল  যে তার জীবন খোলা একটি কিতাবের মত। ভেতর বাহির এক। ভিতরে এক ধরণের অভ্যাস আর বাহিরে আরেক ধরণের অভ্যাস এমন নয়।এমন লোকদের দ্বারা অল্প সময়ের জন্য মানুষ আকৃষ্ট হতে পারে।কিন্তু যে ব্যক্তি যত তার কাছে ভিড়বে থাকে অতই ঘৃণা করতে শুরু করবে।নবি করীম(দঃ)ছিল এমনি,একটি খুলন্ত কিতাবের মত যে যতই কাছে গিয়েছে সে ততই মুগ্ধ হয়েছে। দূর থেকে যারা ভূল ভেবে ছিল
তারা তার কাছে যাওয়া মাত্র বলতে লাগল আপনি সবচেয়ে প্রিয় ব্যক্তি।
©মহৎ হওয়ার আরেকটি পরিচয় হল  যে তার পরিবার পরিজনের কাছে ভাল।প্রত্যেক ব্যক্তির দূর্বলতা সবলতা কৃত্রিমতা বাস্তবতা ব্যক্তি গত কাজ-কর্ম সম্পর্কে অধীনস্ত লোকেরা জানে। নবীজি(দঃ)বলেনخيركم خيركم لاهله কত সুদূর প্রসারী কথা।নবীজি(দঃ)আযওয়াজে মুতাহহারাতকে বলেছিলেন রাতের আধারে কোন কিছু দেখলে মানুষের কাছে পৌছে দেবে।নিজ কর্ম থেকে কতটুকু নিশ্চিত ছিলেন।
©মহৎ হওয়ার আরেকটি পরিচয় হল  মহান ঐ লোক যে নিজের সম্মানকে আল্লাহর সামনে বিলিয়ে দেয়।ছোট সে যে দূনিয়াবী উপকারের জন্য লোকের সামনে নত হয়[সংগ্রহ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন