শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

মায়ানমার ও বাংলাদেশের কিছু তথ্য

মিয়ানমার ও বাংলাদেশ সম্পর্কে কিছু
তথ্য।
বাংলাদেশের অফিসিয়াল নাম :
people's republic of Bangladesh
মায়ানমারের অফিসিয়াল নাম republic of
the Union of myanmar ,
(মায়ানমারের) অবস্থান: দক্ষিণ পূর্ব
এশিয়া।
আর বাংলাদেশের অবস্থান: দক্ষিণ
এশিয়া
মায়ানমারের মুদ্রা:ক্যত (MMK)
বাংলাদেশের মুদ্রা: ৳ (BDT)
মায়ানমারের রাষ্ট্রীয় ভাষা: বার্মিজ
বাংলাদেশের রাষ্ট্রীয় ও জাতীয় ভাষা:
বাংলা
মিয়ানমারের জন সংখ্যা:
60,077,689
(২৬১,৯৭০ বর্গমাইল)
(জুলাই
2015 )
বাংলাদেশের জনসংখ্যা:১৬৩,১৮৭,০০০
[2017,অনুমানিক]
মিয়ানমারের মোট আয়তন : ৬৭৮,৫০০
বর্গকিলোমিটার
(২৬১,৯৭০ বর্গমাইল) এলাকাজুড়ে
বিস্তৃত।
বাংলাদেশের আয়তন সমুদ্র সীমা সহ :
২,৪৬,০৩৭ বর্গ কিমি.
মিয়ানমারের ফোন কোড: +৯৫
বাংলাদেশের ফোন কোড: ০৮৮
চতুঃসীমা:
বাংলাদেশের চতুঃসীমা:
বাংলাদেশের পশ্চিম, উত্তর,
আর পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে ভারত ।
পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্য , উত্তরে মেঘালয় ও আসাম
রাজ্য এবং পূর্বে রয়েছে
আসাম, ত্রিপুরা , মিজোরাম ও মিয়ানমার
(বার্মা)
মায়ানমারের পশ্চিমে বাংলাদেশের
চট্টগ্রাম বিভাগ এবং ভারতের
মিজোরাম , উত্তর-পশ্চিমে ভারতের
আসাম , নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত।
মায়ানমারের সীমানার উত্তর-পূর্বাংশের
২,১৮৫ কিলোমিটার জুড়ে আছে তিব্বত
এবং চীনের ইউনান প্রদেশ । দক্ষিণ-পূর্বে
রয়েছে লাওস ও থাইল্যান্ড । দক্ষিণ-
পশ্চিম এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও
আন্দামান সাগরের সাথে মায়ানমারের
১,৯৩০ কিলোমিটার উপকূল রেখা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন